লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন “মাতৃভূমি বন্ধু সংঘ”-এর আয়োজনে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার, ৯ জুন ২০২৫ খ্রিস্টাব্দে, পাটগ্রাম সরকারি জসিমউদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম তারকনাথ (টিএন) স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ বি এম নাদিরুজ্জামান, আলহাজ্ব মোঃ তোজাম্মেল হোসেন, মাওলানা মোঃ শাসছুম আলম, মাওলানা মোঃ হুসাইন আহমেদ, আলহাজ্ব মোঃ হবিবর রহমান, ক্ষিরোদ চন্দ্র রায়, পরশুরাম বর্ম্মন, আলহাজ্ব মোঃ মরতুজা আলী ও পাটগ্রাম সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আহসান হাবীব এবং পাটগ্রাম তারকনাথ (টিএন) স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আবু হেনা মোঃ মোমিনুল হক, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে আগত এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সাথিরা জাকির জেসি (সাবেক সহ অধিনায়ক, বাংলাদেশ মহিলা ক্রিকেট দল), মোঃ মাহামুদুন নবী মিঠু, ডা: শাহীনুর রহমান সাগর, সুমন কুমার দাস, মোঃ ওয়াদুদ সিদ্দিকী, মোঃ রোকনুজ্জামান, ডা: মাসুদ আলম, মোঃ লুৎফর রহমান, সজিব, শাকিল, মিশন, ডা: আব্দুস সালাম রানা, তৌফিক বাবু সহ আরও অনেকে।
অনুষ্ঠানে মাতৃভূমি বন্ধু সংঘের পক্ষ থেকে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন সংগঠনের সদস্যরা। তাঁরা বলেন, “এই সম্মাননা আমাদের জীবনের গর্বের মুহূর্ত, প্রাক্তন শিক্ষার্থীদের এমন ভালোবাসা সত্যিই অনন্য।”
পুনর্মিলনীতে অংশ নিয়ে একে অপরের সঙ্গে দীর্ঘদিন পর দেখা করে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। অনুষ্ঠানে নানা স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, গ্রুপ ডিসকাশন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, “এই মিলনমেলা শুধু একটি পুনর্মিলনী নয়, বরং আমাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি প্রয়াস এবং ভবিষ্যতে সমাজের জন্য একসঙ্গে কাজ করার সংকল্পও।”
উল্লেখ্য, মাতৃভূমি বন্ধু সংঘ একটি সামাজিক বন্ধনমূলক সংগঠন, যা এসএসসি ২০০৪ সালের পাটগ্রাম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সমাজসেবামূলক কাজের উদ্দেশ্যে গঠিত হয়েছে।
Leave a Reply