ইউনূসের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ‘পূর্ণ সমর্থন’ জানায়: রাষ্ট্রদূত
“গত বছর যারা জীবন দিয়েছে, আমরা তাদের ত্যাগকে সম্মান জানাই।”
জ্যেষ্ঠ প্রতিবেক, দৈনিক বাংলাদেশ অনুসন্ধান।
রাষ্ট্র পুনর্গঠন এবং অবাধ-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের যাত্রায় মুহাম্মদ ইউনূস সরকারের পরিকল্পনায় ‘পূর্ণ সমর্থন’ দেওয়ার কথা বলেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের আয়োজনে তিনি বলেন, “গত বছর ছাত্রদের নেতৃত্বে জনপ্রিয় অভ্যুত্থানের বার্ষিকীর দ্বারপ্রান্তে আছি। এখন আমরা রাষ্ট্র পুনর্গঠন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে কার্যক্রম দেখছি, সেটার ভিত্তি রচিত হয়েছিল সেই সাহস, অঙ্গীকার এবং ত্যাগের পথ ধরেই।
“গত বছর যারা জীবন দিয়েছে, আমরা তাদের ত্যাগকে সম্মান জানাই। সংস্কারের ক্ষেত্রে ঐকমত্য তৈরিতে এবং আগামী বছরের শুরুতে অবাধ ও নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা যে পরিকল্পনা নিয়েছেন, আমরা সেটাকে পূর্ণ সমর্থন জানাই।”
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক টেলিফোন আলাপে এই সমর্থন আবারও নিশ্চিত করা হয়েছে বলেও তুলে ধরেন জ্যাকবসন।
বাংলাদেশের বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির কার্যক্রমের কথাও অনুষ্ঠানে তুলে ধরেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।
রাজনীতিক, ব্যবসায়ী, কূটনীতিক, নাগরিক সমাজ, সাংস্কৃতিক-অধিকারকর্মীসহ সমাজের নানা স্তরের মানুষের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিস্তৃত সম্পর্কের নানা দিক তুলে ধরেন।
বাংলাদেশের উপর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক প্রত্যাহারের বিষয়ে দেনদরবার চালানোর কথা তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সঙ্গে আলোচনার জন্য বুধবারই ওয়াশিংটন যাচ্ছেন। সেই আলোচনায় শুল্কের বিষয়ে ‘ইতিবাচক বোঝাপড়ায়’ পৌঁছা সম্ভব হবে বলে সরকার আশা করছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
আয়োজনের সেই মঞ্চে আরও ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
Leave a Reply