এবার ৯ ছক্কায় সুরিয়াভানশির বিধ্বংসী ৮৬
অল্পের জন্য রিশাভ পান্তের একটি রেকর্ড ভাঙতে পারেননি আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে তোলপাড় ফেলে দেওয়া ১৪ বছর বয়সী
বৈভাব সুরিয়াভানশি।
স্পোর্টস ডেস্ক, দৈনিক বাংলাদেশ অনুসন্ধান।
ইংল্যান্ডের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজে বৈভাব সুরিয়াভানশির ব্যাটে তাণ্ডব চলছেই। আরেকটি বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া ১৪ বছর বয়সী এই কিশোর।
নর্দাম্পটনে বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে ৯ ছক্কা ও ৬ চারে স্রেফ ৩১ বলে ৮৬ রানের টর্নেডো ইনিংস খেলেন সুরিয়াভানশি।
যুব ওয়ানডেতে ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটি।
আগের সর্বোচ্চ ছক্কা ছিল ৮টি, দুই জনের। ২০০৯ সালে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১৫১ রানের ইনিংসে ৮ ছক্কা মেরেছিলেন মানদিপ সিং। ২০২২ যুব ওয়ানডে বিশ্বকাপে উগান্ডার বিপক্ষে অপরাজিত ১৬২ রানের ইনিংসে ৮ ছক্কা মেরে মানদিপের পাশে বসেন রাজ বাওয়ার।
সুরিয়াভানশি এ দিন ফিফটি পূর্ণ করেন ২০ বলে, ভারতের হয়ে যুব ওয়ানডেতে যা দ্বিতীয় দ্রুততম ফিফটি।
২০১৬ যুব ওয়ানডে বিশ্বকাপে মিরপুরে নেপালের বিপক্ষে ১৮ বলে ফিফটি করে রেকর্ডটা রিশাভ পান্তের। তখন যুব ওয়ানডে ইতিহাসেরই দ্রুততম ফিফটি ছিল এটি। ২০২৪ যুব ওয়ানডে বিশকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩ বলে ফিফটি করে পান্তের রেকর্ড ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার স্টিভ স্টলক।
এ দিন ২৬৯ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ৮ বলে সুরিয়াভানশির রান ছিল ১০। তৃতীয় ওভারে মর্গ্যানকে পরপর দুই ছক্কায় তার তাণ্ডবের শুরু। এই পেসারে পরের ওভারে আরও দুটি ছক্কা মারেন বাঁহাতি ওপেনার।
পরের ওভারে তিনি তিনটি ছক্কা মারেন জেমস মিন্টোকে। এর মাঝেই পূর্ণ করেন ফিফটি। অষ্টম ওভারে অ্যালেকজান্ডার ওয়েডের প্রথম পাঁচ বলে তিনটি চার ও একটি ছক্কার পর শেষ বলে আউট হয়ে যান তিনি।
সিরিজের প্রথম ম্যাচে তিনি ৫ ছক্কা ও ৩ চারে করেছিলেন ১৯ বলে ৪৮ রান, দ্বিতীয় ম্যাচে ৩ ছক্কা ও ৫ চারে ৩৪ বলে ৪৫।
যুব ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৮৮.২৩ স্ট্রাইক রেটে তার রান ২৫৬। ছক্কা মোট ২২টি।
গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ১১ ছক্কায় ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দেন সুরিয়াভানশি।
সেদিন ৩৫ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। আইপিএলে যা দ্বিতীয় দ্রুততম, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম। ১৪ বছর ৩২ দিন বয়সে ইনিংসটি খেলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮ বছরের কম বয়সী কোনো ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি এটি।
এবার ইংল্যান্ড সফরেও একের পর এক ম্যাচে উত্তাল হয়ে উঠছে তার ব্যাট।
তৃতীয় ম্যাচে ৪ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল।
Leave a Reply