1. dainikbangladeshonusandhannews@gmail.com : dainikbangladesh onusandhan : dainikbangladesh onusandhan
  2. admin@dainikbangladeshonusandhan.com : onusandhan :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...www.dainikbangladeshonusandhan.com সারাদেশব্যাপী সংবাদ কর্মী নিয়োগ চলছে....
শিরোনাম :
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত বন্যাকবলিত টেক্সাস পরিদর্শনে ট্রাম্প: মৃত বেড়ে ১২০, নিখোঁজ ১৬১ থানা হেফাজতে ‘বিষপানে’ নারীর মৃত্যু, তিন পুলিশ বরখাস্ত মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যাকান্ড ; তীব্র  নিন্দা ও প্রতিবাদ আমার বাংলাদেশ (এবি পার্টি)’র। ডেঙ্গুতে সারাদেশে আরও ১ মৃত্যু, হাসপাতালে ৪০৬ খুলনায় চীনা যুবকের বিয়ে: পরিচয় ফেইসবুকে, গুগল ট্রান্সলেটর দিয়ে প্রেম রংপুরে কাজে আসছে না টিকা বহনকারী ফ্রিজার অ্যাম্বুলেন্স পবিত্র আশুরা অবিচারের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠায় সাহস জোগাবে; প্রধান উপদেষ্টা গণপূর্তের ‘মিস্টার,মাসুদ রানার সাম্রাজ্য এবার ৯ ছক্কায় সুরিয়াভানশির বিধ্বংসী ৮৬

বন্যাকবলিত টেক্সাস পরিদর্শনে ট্রাম্প: মৃত বেড়ে ১২০, নিখোঁজ ১৬১

  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭ ৩৪ বার শেয়ার হয়েছে

বন্যাকবলিত টেক্সাস পরিদর্শনে ট্রাম্প: মৃত বেড়ে ১২০, নিখোঁজ ১৬১

বন্যার পর কর্তৃপক্ষের জরুরি ব্যবস্থা ও প্রস্তুতি নিয়ে সমালোচনা বাড়তে থাকার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই সফরে গেলেন।

ডনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক, দৈনিক বাংলাদেশ অনুসন্ধান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত টেক্সাস রাজ্য পরিদর্শনে গেছেন। এ বন্যায় এখন পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছে ১৬১ জন।

বন্যার পর কর্তৃপক্ষের জরুরি ব্যবস্থা ও প্রস্তুতি নিয়ে সমালোচনা বাড়তে থাকার মধ্যে প্রেসিডেন্ট এই সফরে গেলেন।

ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে চড়ে টেক্সাসের সান অ্যান্টোনিওর কাছে একটি বিমানঘাঁটিতে নামেন এবং তারপর কেরভিল শহরে যাত্রা করেন।

সেখানে তিনি স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এবং বন্যার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রায় ছয়মাসের মধ্যে টেক্সাসের এই বন্যাই সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ।

এক সপ্তাহ আগে টানা ভারি বৃষ্টিতে নদীর পানি উপচে ওই অঞ্চলের বহু ঘরবাড়ি, সামার ক্যাম্পের শিশুরাসহ যানবাহন এবং আরও বহু মানুষ ভেসে যায়।

কের কাউন্টিতে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৯৬ ছাড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করবেন এবং জরুরি ব্যবস্থাপনাকর্মীদের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।

উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপ আর কাদার স্তর খুঁজে চলেছে নিখোঁজদের খোঁজে। যদিও সম্প্রতি জীবিত কাউকে উদ্ধারের খবর মেলেনি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যায় অধিকাংশ মৃত্যু ও নিখোঁজের ঘটনা ঘটেছে টেক্সাস হিলের কার কাউন্টিতে ও এর প্রসাশনিক কেন্দ্র কারভিল শহরে। গত সপ্তাহের শুক্রবার প্রবল বৃষ্টিপাতের ফলে গুয়াডালুপে নদী অববাহিকা এলাকায় সৃষ্ট হড়কা বানে ২৫ হাজার বাসিন্দার কারভিল শহর একটি দুর্যোগপূণ এলাকায় পরিণত হয়।

কার কাউন্টিতে যারা মারা গেছেন তাদের মধ্যে হান্ট শহরের নিকটবর্তী গুয়াডালুপে নদীর তীরের ক্যাম্প মিস্টিকে খ্রিষ্টীয় গ্রীষ্মকালীন কর্মশালায় থাকা ২৭ মেয়ে শিশু ও তাদের পরামর্শকও আছেন। বন্যার তাণ্ডবে ক্যাম্পটির পরিচালকেরও মৃত্যু হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প কার কাউন্টিতে গিয়ে স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে ব্রিফিং শুনবেন এবং সেখানকার বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন।

টেক্সাসে বন্যার পূর্বাভাস কতটুকু দেওয়া হয়েছিল তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল আগেই। সমালোচকরা বলেছিলেন, আবহাওয়া বিভাগসহ সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোতে ট্রাম্প প্রশাসনের বাজেট কাটছাঁটের ফলে সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। একারণে বন্যার আগে তেমন কোনও সতর্কতা ব্যবস্থা ছিল না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজ্য প্রশাসন থেকে অর্থ জোগাড় করতে না পেরে কার কাউন্টি বন্যার আগে আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা চালু করতে পারেনি। তবে ট্রাম্প বৃহস্পতিবার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে আবার নতুন করে সতর্কতা ব্যবস্থা চালুর পদক্ষেপ সমর্থন করেছেন বলেই মনে হয়েছে।

বন্যা পূর্বাভাস ও জরুরি বার্তা দেওয়ায় বিলম্ব নিয়ে ক্ষোভের মধ্যে ট্রাম্প বলেন, “ভবিষ্যতে এমন পরিস্থিতি ঠেকাতে কোনও ধরনের অ্যালার্ম বা সতর্কতা ব্যবস্থা চালু করা দরকার।” তবে তিনি এও বলেন যে, “স্থানীয় কর্মকর্তারাও হঠাৎ এই বিপর্যয়ে পড়েছেন। তারাও প্রস্তুত ছিলেন না।”

ট্রাম্প প্রশাসনের বাজেট কাটছাঁটের ফলে বন্যার আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা বিঘ্নিত হয়েছে কিনা তা সরকারকে তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনেটের শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমার।

জাতীয় আবহাওয়া দপ্তর অবশ্য বলছে তারা বন্যার আগের দিন একাধিক ব্রিফিং করেছে এবং বন্যা সতর্কতা জারি করেছে। ট্রাম্প প্রশাসন বলছে, সংস্থাটিতে যথেষ্ট কর্মী ছিল এবং তারা দুর্যোগে কার্যকরভাবেই সাড়া দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
বাংলাদেশ অনুসন্ধান মিডিয়া লিমিটেড,কপিরাইট © বাংলাদেশ অনুসন্ধান - সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি