তেহরানের আকাশ দখলে, ইসরায়েল ‘জয়ের পথে’: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন,তেহরানের আকাশ দখলে আসায় গোটা অভিযানই বদলে গেছে। ইসরায়েল এখন লক্ষ্য পূরণের পথে আছে।
নিউজ ডেস্ক, দৈনিক বাংলাদেশ অনুসন্ধান।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরানের রাজধানী তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করার পরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ এখন জয়ের পথে রয়েছে।
সোমবার ইসরায়েলের একটি বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে নেতানিয়াহু বলেন, তেহরানের আকাশ দখলে চলে আসায় গোটা অভিযানটাই বদলে গেছে। ইসরায়েল এখন তাদের লক্ষ্য পূরণের পথে আছে।
“আমরা এখন বিজয় অর্জনের পথে”, বলেন তিনি।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ইসরায়েল তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর কয়েকদিনের হামলার পর তেহরানের আকাশে অভিযান পরিচালনায় এই পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে।
ডেফরিন আরও জানিয়েছিলেন, ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে ইসরায়েল।
ইসরায়েলের সেনাবাহিনী গত চারদিনে ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। এই সংখ্যা ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক তৃতীয়াংশ বলে জানান ডেফরিন।
তিনি বলেন, কেবল গত রাতেই (রোববার) ইসরায়েলি বিমানবাহিনী ইরানের ২০টির বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার আগেই সেগুলো ধ্বংস করা হয়।
ইসরায়েল ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরে প্রায় ১০০টি সামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ডেফরিন। ইসরায়েলের প্রায় ৫০টি জঙ্গিবিমান ইরানের ক্ষেপণাস্ত্র গুদাম, লঞ্চার ও কমান্ড ন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালায়।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, তেহরানের কিছু অংশের বাসিন্দাদের বাড়ি থেকে সরে যেতে হবে। কারণ, ইসরায়েল তেহরানের শাসকগোষ্ঠী এবং বিভিন্ন নিরাপত্তাকেন্দ্রে হামলা চালানোর পরিকল্পনা করেছে।
Leave a Reply