লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যৌতুকের মাত্র ৫০হাজার টাকা না পেয়ে দুই সন্তানের জননী সিদ্দিকা (২৫) নামে এক গৃহবধূকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বামী-শ্বশুর- শাশুড়ির বিরুদ্ধে।
গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত স্বামী নবিউল ইসলাম সে উত্তর বিছনদই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় আহত ওই গৃহবধূ বাদী হয়ে তার স্বামীকে প্রধান আসামি করে আরো ৫ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দেন। বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর-বিছনদই এলাকায় এ ঘটনাটি ঘটে।
গৃহবধূ মোছাঃ আয়শা সিদ্দিকা (২৮) উপজেলার বড়খাতা গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের মেয়ে। তার দুইটি সন্তান রয়েছে একটি ছেলে একটি মেয়ে।
জানা গেছে, গত অনুমান ১০ বছর পূর্বে উপরোক্ত আসামী মোঃ নবীউল এর সহিত আমার বিবাহ হয়। বিবাহের সময় উপরোক্ত আসামীগণ আমার বিবাহের ব্যাপারে আমার বাবার নিকট ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা যৌতুক দাবী করিলে আমার বাবা আমার সুখের কথা চিন্তা করিয়া বিভিন্ন ভাবে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জোগার করিয়া উপঢৌকন বাবদ ব্যবসা করার জন্য আসামী মোঃ নবীউল কে দিলে তখন হইতে আমি তাহার সহিত ঘর সংসার করা কালে দুইটি সন্তানের জনক জননী হই। বিবাহের কিছুদিন পর আসামী মোঃ নবীউল এর টাকার প্রয়োজন হইলে আমার নিকট বাকী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা যৌতুক দাবী করিয়া উক্ত টাকা আমার বাবার নিকট হইতে লইয়া আসিতে বলে। তাহা আমি আমার বাবাকে জানাইয়া দিলে আমার বাবা উক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করিলে তাহা জানিতে পারিয়া উপরোক্ত আসামীগণ আমার উপর চড়াও হইয়া প্রায় সময় অসময় আমাকে ডাং মাইর সহ নানা রকম অন্যায় অত্যাচার করিতে থাকে। ১২/০৬/২০২৫ তারিখ বেলা অনুমান ০২.০০ টার সময় পুনরায় আসামী মোঃ নবীউল আমার নিকট ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা দাবী করিয়া উক্ত টাকা আমার বাবার নিকট হইতে লইয়া আসিতে বলে। ইহাতে আমি রাজী না হইলে আসামীগণ আমার উপর চড়াও হইয়া অন্যান্য আসামীদের উসকানি, কুপ্ররোচনা ও সহায়তায় আসামী মোঃ নবীউল বাঁশের লাঠি দিয়া তাহার বসত বাড়ীর ভিতর আঙ্গিনায় আমাকে এলোপাথারী ভাবে মারপিট করিয়া আমার শরীরের বিভিন্ন জায়গায় ফুলা জখম করে। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান,অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply