দুর্ঘটনাবশত ৮,৫০০ মিটার উপরে উঠেও জীবিত ফিরলেন চীনা প্যারাগ্লাইডার
আন্তর্জাতিক প্রতিবেদক
চীনের কিলিয়ান পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,০০০ মিটার উচ্চতায় থাকার সময় হঠাৎই প্রচন্ড বাতাস প্যারাগ্লাইডার পেং কে টেনে নিয়ে যায় আরও ৫,০০০ মিটারের ওপরে।
দুর্ঘটনাবশত ৮,৫০০ মিটার উপরে উঠেও জীবিত ফিরলেন চীনা প্যারাগ্লাইডার
দুর্ঘটনাবশত অক্সিজেন ছাড়াই আকাশে ৮ হাজার ৫০০ মিটার ওপরে উঠে গিয়েও জীবিত ফিরে এসেছেন চীনের প্যারাগ্লাইডার পেং ইউজিয়াং। রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা জানানো হয়েছে।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কিলিয়ান পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,০০০ মিটার উচ্চতায় ছিলেন পেং। উদ্দেশ্য ছিল নতুন প্যারাগ্লাইডিং সরঞ্জাম পরীক্ষা করা।
হঠাৎই প্রচন্ড বাতাস তাকে দ্রুত টেনে নিয়ে যায় আরও প্রায় ৫,০০০ মিটারের ওপরে, মেঘের ভেতরে। এ ঘটনা পেং-এর গ্লাইডারে লাগানো ক্যামেরায় ধরা পড়ে।
পরে চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডুয়িনে (টিকটক এর চীনা সংস্করণ) তা পোস্ট করলে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, পেং-এর মুখ ও শরীরের বড় অংশ বরফে ঢাকা পড়ছে।
চায়না মিডিয়া গ্রুপে নিজেই ঘটনার ভয়াবহতা বর্ণনা করে পেং বলেন, “ভয়াবহ ব্যাপার ঘটেছিল। সবকিছু সাদা হয়ে গিয়েছিল। কোনও দিক দেখতে পাচ্ছিলাম না। কম্পাস না থাকলে বুঝতেই পারতাম না কোন দিকে যাচ্ছি।”
এভারেস্টের চূড়ার কাছাকাছি ওই উচ্চতায় প্রচণ্ড ঠান্ডা এবং অক্সিজেনের স্বল্পতার পরও পেং শেষমেশ অল্পের জন্য বেঁচে ফিরে নিরাপদে মাটিতে নামতে সক্ষম হন। তিনি বলেন, “আমি দ্রুতই নেমে আসতে চাইছিলাম। কিন্তু পারছিলাম না, বরং আরও উপরে উঠছিলাম।”
সাড়ে চার বছর ধরে প্যারাগ্লাইডিং করা পেং জানান, নিচে নামার সময় তিনি হয়ত অজ্ঞান হয়ে গিয়ে থাকতে পারেন। সবচেয়ে ভয়ের মুহূর্ত ছিল গ্লাইডারের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করা।
চীনের রাষ্ট্রীয় গ্লোবাল টাইমস পত্রিকা জানায়, পেং এর সেদিন উড়ার পরিকল্পনা ছিল না। তিনি কেবল সরঞ্জাম পরীক্ষা করছিলেন। হঠাৎ প্রবল বাতাস তাকে উড়িয়ে মেঘের উপরে নিয়ে যায়।
চীন কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং পেংয়ের প্যারাগ্লাইডিং ছয় মাসের জন্য নিষিব্ধ করেছে।
Leave a Reply