দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার প্রথম রাষ্ট্রীয় সফরে এখন সৌদি আরবে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে উপলক্ষে ইতালি এবং ভ্যাটিকানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তিনি দেশটিতে যান।
২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ট্রাম্প ২৫টি দেশ সফর করেন। সেবার তিনি চারবার ফ্রান্সে যান। জাপান ও যুক্তরাজ্য তিনি তিনবার করে সফর করেন। বেলজিয়াম, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, ভিয়েতনাম সফরে যান দুইবার করে। এছাড়া আফগানিস্তান, আর্জেন্টিনা, কানাডা, চীন, ফিনল্যান্ড, ভারত, ইরাক, ইসরায়েল, উত্তর কোরিয়া, ফিলিস্তিন, ফিলিপাইন, পোল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর এবং ভ্যাটিকান সিটিতে তিনি একবার করে যান।
Leave a Reply