ইনশাআল্লাহ, আজ শুরু হলো দৈনিক বাংলাদেশ অনুসন্ধান-এর পথচলা
—সত্যের পক্ষে সাহসের সাথে—
আজকের দিনটি ইতিহাসের পাতায় আমাদের জন্য এক নতুন সূর্যোদয়। “দৈনিক বাংলাদেশ অনুসন্ধান” আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে—একটি দৃঢ় প্রত্যয়, এক অঙ্গীকার, এক নির্ভীক কণ্ঠস্বর নিয়ে। এটি কেবল একটি অনলাইন সংবাদপত্রের সূচনা নয়, এটি সত্যের পক্ষে দাঁড়ানো এক সাহসী অভিযাত্রা।
আমরা এমন এক সময়ে বাঁচছি, যেখানে তথ্য ধোঁয়াশায় ঢাকা, সংবাদ বাণিজ্যের পণ্য, আর নিরবতাই অনেক সময় নিরাপত্তা। এই বাস্তবতায় আমরা বেছে নিয়েছি ভিন্ন পথ—সত্যের পক্ষে, সাহসের সাথে। আমরা কথা বলব নির্যাতিতের পক্ষে, আমরা লিখব অবিচারের বিপক্ষে, আমরা অনুসন্ধান করব যেসব সত্য আজও অন্ধকারে ঢাকা।
“দৈনিক বাংলাদেশ অনুসন্ধান” কারো চাটুকার নয়, কারো হাতের ক্রীড়নক নয়। আমরা কারো পক্ষ নেব না—নেব শুধু সত্যের, জনগণের। আমাদের সাংবাদিকতা হবে দায়িত্বশীল, ন্যায়নিষ্ঠ ও নিরপেক্ষ। আমরা বিশ্বাস করি, সাংবাদিকতা একটি মহান দায়িত্ব—এটি কেবল সংবাদ প্রচার নয়, এটি একটি জাতির বিবেক হয়ে উঠার চর্চা।
আমাদের প্রতিটি রিপোর্ট, প্রতিটি শব্দ, প্রতিটি প্রতিবেদন হবে জনগণের কণ্ঠস্বর। আমরা প্রতিবাদ করব, প্রশ্ন তুলব, দরকার হলে চ্যালেঞ্জ করব—কিন্তু কখনোই নত হব না। আমাদের পথচলা কঠিন হতে পারে, কিন্তু আমরা জানি, সত্যের পক্ষে সাহসই সবচেয়ে বড় শক্তি।
এই যাত্রায় আমরা পাশে চাই আপনাদের—সাধারণ মানুষ, পাঠক, শুভাকাঙ্ক্ষী, সমালোচক। আপনাদের ভালোবাসা, মতামত ও নির্ভীক সমর্থনই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।
আসুন, আমরা সবাই মিলে নির্মাণ করি একটি সাহসী, সত্যনিষ্ঠ, প্রগতিশীল সংবাদমাধ্যম।
জয় হোক সত্যের।
জয় হোক সাহসের।
জয় হোক জনগণের।
জয় হোক নতুন সাংবাদিকতার।
– সম্পাদক
মোঃ রাজিউল ইসলাম রাজ
দৈনিক বাংলাদেশ অনুসন্ধান।
Leave a Reply