সম্পাদকীয় –
সংবাদ যখন অস্ত্র হয়—নতুন বিপ্লবের নাম ‘বাংলাদেশ অনুসন্ধান’
সংবাদ কেবল খবর নয়, সংবাদ হলো সময়ের আয়না, সমাজের রক্তচাপ, এবং রাষ্ট্রের বিবেক। কিন্তু এই আয়নায় যদি বিকৃত প্রতিচ্ছবি ভেসে ওঠে? যদি সত্যকে ঢেকে দেওয়া হয় রাজনৈতিক ইশারায়? তখন সাংবাদিকতা আর পেশা থাকে না—তখন তা পরিণত হয় এক নিষ্ক্রিয় বন্দোবস্তে।
আমরা তা মানি না। আমরা বিশ্বাস করি, সংবাদ হতে হবে সাহসী। সংবাদ হতে হবে জনমানুষের পক্ষের।
এই বিশ্বাস নিয়েই যাত্রা শুরু করেছে দৈনিক বাংলাদেশ অনুসন্ধান—একটি গণমুখী সংবাদপত্র, যেখানে খবর আসে ‘সংসদ ভবন’ থেকে নয়, আসে ‘গ্রামের মানুষের ঘর’ থেকে। এখানে নিউজফিড নির্ধারণ করে না কোনো কর্পোরেট অফিস, বরং নির্ধারণ করে জনগণের কান্না, স্বপ্ন, প্রতিবাদ ও আশা।
আমরা বলি—সংবাদ হবে নিরপেক্ষ, তবে নির্জীব নয়। সংবাদ হবে জনগণের, তবে ভীরু নয়। আমাদের কলম বেছে নেবে না ক্ষমতা বা দলের পক্ষ—আমরা দাঁড়াব শুধুই জনগণের পক্ষে।
এটাই আমাদের সংকল্প। এটাই আমাদের সাংবাদিকতা। এটাই আমাদের নতুন বিপ্লব।
— সম্পাদক
মোঃ রাজিউল ইসলাম রাজ
দৈনিক বাংলাদেশ অনুসন্ধান
Leave a Reply