1. dainikbangladeshonusandhannews@gmail.com : dainikbangladesh onusandhan : dainikbangladesh onusandhan
  2. admin@dainikbangladeshonusandhan.com : onusandhan :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...www.dainikbangladeshonusandhan.com সারাদেশব্যাপী সংবাদ কর্মী নিয়োগ চলছে....
শিরোনাম :
ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত বন্যাকবলিত টেক্সাস পরিদর্শনে ট্রাম্প: মৃত বেড়ে ১২০, নিখোঁজ ১৬১ থানা হেফাজতে ‘বিষপানে’ নারীর মৃত্যু, তিন পুলিশ বরখাস্ত মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যাকান্ড ; তীব্র  নিন্দা ও প্রতিবাদ আমার বাংলাদেশ (এবি পার্টি)’র। ডেঙ্গুতে সারাদেশে আরও ১ মৃত্যু, হাসপাতালে ৪০৬ খুলনায় চীনা যুবকের বিয়ে: পরিচয় ফেইসবুকে, গুগল ট্রান্সলেটর দিয়ে প্রেম রংপুরে কাজে আসছে না টিকা বহনকারী ফ্রিজার অ্যাম্বুলেন্স পবিত্র আশুরা অবিচারের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠায় সাহস জোগাবে; প্রধান উপদেষ্টা গণপূর্তের ‘মিস্টার,মাসুদ রানার সাম্রাজ্য

ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে ভারতের সংসদীয় কমিটির এমপিদের বৈঠকে মতামত

  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৩ ৩৪ বার শেয়ার হয়েছে

ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে ভারতের সংসদীয় কমিটির এমপিদের বৈঠকে মতামত

“সভায় এমন একটা বোঝাপড়া ছিল যে—দুই দেশের মধ্যে একটি অভিন্ন সংস্কৃতি রয়েছে; ফলে বাংলাদেশকে পাকিস্তানের মতো শত্রু ভাবাটা ঠিক না।”

নিউজ ডেস্ক, দৈনিক বাংলাদেশ অনুসন্ধান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যরা ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

শনিবার দ্য হিন্দুর খবরে বলা হয়, শীর্ষস্থানীয় চার বিশেষজ্ঞ ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যদের মধ্যে একটি ‘বিশেষ মতবিনিময় সভা’ হয়েছে। ওই সভায় এমপিরা ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

এর আগে হিন্দুর আরেক খবরে বলা হয়, শুক্রবার বিকালে ওই সভায় সংসদীয় কমিটির নেতৃত্বে ছিলেন কংগ্রেস থেকে নির্বাচিত এমপি শশী থারুর। সেখানে ঢাকা-দিল্লির বর্তমান সম্পর্ক এবং ভারত কীভাবে তার অবস্থান পুনরুদ্ধার করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়।

বৈঠক উপস্থিত চার বিশেষজ্ঞ হলেন— সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন, বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন ও জওহরলাল নেহরু ইউনিভার্সিটির অধ্যাপক অমিতাভ মাত্তু।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাতে হিন্দুর খবরে বলা হয়, “ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বিষয়গুলো নিয়ে এমপিরা নিজেদের গভীর উপলব্ধি প্রকাশ করেছেন। তাদের সবার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামত করে সামনে এগিয়ে নেওয়ার আগ্রহ দেখা গেছে।”

হিন্দু বলছে, প্রায় আড়াই ঘণ্টা ধরে সভা চলে। সেখানে সংসদ সদস্যরা বাংলাদেশ-ভারতের সম্পর্ক কীভাবে মেরামত করা যেতে পারে, সে বিষয়ে পরামর্শ শুনতে চান।

আরেক ব্যক্তির বরাতে খবরে বলা হয়, “সেখানে এমন একটা বোঝাপড়া ছিল যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি অভিন্ন সংস্কৃতি রয়েছে; ফলে পাকিস্তানের মতো বাংলাদেশকে বৈরী প্রতিবেশী হিসেবে দেখা উচিত নয়।”

এমপিরা এমন মতও দেন যে, ভারত সরকারের উচিত পশ্চিমবঙ্গকে সম্পৃক্ত করে এক ধরনের সাংস্কৃতিক কূটনীতি চালু করা, যেন দুই দেশের মধ্যকার উত্তপ্ত বাক্যবিনিময় কিছুটা প্রশমিত হয়।

সোমবার কলকাতায় বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠকের মাধ্যমে বাংলাদেশও এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে খবরে বলা হয়।

স্থায়ী কমিটির আলোচনার সঙ্গে যুক্ত এক ব্যক্তি হিন্দুকে বলেন, “পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ অভিন্ন ভাষা ও সংস্কৃতিতে যুক্ত। এ গুরুত্বপূর্ণ সংযোগ কাজে লাগিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে এক ধরনের ‘প্যারা ডিপ্লোমেসি’ সম্পর্ক গড়ে তোলা উচিত।”

এমপিরা বৈঠকে বাংলাদেশে চীনের প্রভাব, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ এবং ১৯ জুন চীনের কুনমিংয়ে ঢাকা, ইসলামাবাদ ও বেইজিংয়ের পররাষ্ট্র দপ্তরের ত্রিপক্ষীয় বৈঠক নিয়েও প্রশ্ন তোলেন।

২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগে নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরেই ভারত ও বাংলাদেশের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

কূটনীতিতে উত্তপ্ত বাক্যবিনিময়ের পাশাপাশি পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আসে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যেও।

সবশেষ শুক্রবার স্থলপথে বাংলাদেশের পাটপণ্য ও বোনা কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত।

এর আগে ১৭ মে তারা বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের আমদানির ক্ষেত্রেও একইরকম নিয়ন্ত্রণ আরোপ করে।

তার আগে ৯ এপ্রিল মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
বাংলাদেশ অনুসন্ধান মিডিয়া লিমিটেড,কপিরাইট © বাংলাদেশ অনুসন্ধান - সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি