রাজধানীর খিলক্ষেতে রাজউকের জমিতে বিএনপির অফিস বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দিল অবৈধ স্থাপনা উচ্ছেদ ম্যাজিস্ট্রেট।
রাজধানীর খিলক্ষেত থেকে নিজস্ব প্রতিনিধি
রাজধানী ঢাকার খিলক্ষেত বিএনপি’র থানা প্রধান কার্যালয় অফিস রেললাইন সংলগ্ন খিলক্ষেত বাজার পাশে উড়াল সেতুর নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থাপিত বিএনপির খিলক্ষেত প্রধান কার্যালয় অভিযানে বোল্ডেজার দিয়ে গুড়িয়ে দিয়েছে উচ্ছেদ অভিযান ম্যাজিস্ট্র।
বিএনপি’র স্থানীয় নেতারা রিকোয়েস্ট করে বলেছিল যে, আমাদের সবকিছু আমরা নিয়ে যাব তারপর আপনি উচ্ছেদ করেন তবুও ম্যাজিস্ট্রেট সাহেব কিঞ্চিত দেরি করেননি উচ্ছেদ অব্যাহত রেখেছে। এতে ভেঙ্গে দেয় বিএনপির অফিস সহ সমস্ত অবৈধ স্থাপনা। খিলক্ষেত থানার সমস্ত নেতারা এতে ক্ষোভ প্রকাশ করেছেন।
বিগত তিন মাস ধরে রাজধানী ঢাকার রাজউকের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। মোহাম্মদপুর,মিরপুর,উত্তরা, গুলশানসহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে এ অভিযান চালানো হয়েছে এবং অসমাপ্ত কার্যক্রম উচ্ছেদ অভিযানে চলবে বলে দায়িত্ব রত ম্যাজিস্ট্রেট দৈনিক বাংলাদেশ অনুসন্ধান কে জানিয়েছেন।
Leave a Reply