খুলনা জেলার পদ্মারগঞ্জ থেকে দাকোপ প্রদান সড়কের বেহাল অবস্থা, জন চলাচল বিপর্যয়
দাকোপ প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ অনুসন্ধান।
খুলনা জেলার দাকোপ উপজেলার পদ্মারগঞ্জ থেকে দাকোপ পর্যন্ত প্রধান সড়কটি বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে।দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে,যা প্রতিদিন যাত্রী ও যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার সময় এসব গর্তে পানি জমে ছোট ছোট খালে পরিণত হয়, ফলে পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে শিক্ষার্থী রোগীও বৃদ্ধদের জন্য এটি চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া, গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায় দুর্ঘটনা ঘটছে, যার শিকার হচ্ছে মোটরসাইকেল ও অটো রিকশার যাত্রীরা। এ বিষয়ে স্থানীয় বসতি রা বলেন রাস্তাটি দীর্ঘদিন ধরে এমন অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রতিদিন আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে, কিন্তু কেউ নজর দিচ্ছে না। এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হোক,যাতে সাধারণ মানুষের কষ্ট লাঘব হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
Leave a Reply