1. dainikbangladeshonusandhannews@gmail.com : dainikbangladesh onusandhan : dainikbangladesh onusandhan
  2. admin@dainikbangladeshonusandhan.com : onusandhan :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...www.dainikbangladeshonusandhan.com সারাদেশব্যাপী সংবাদ কর্মী নিয়োগ চলছে....
শিরোনাম :
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত বন্যাকবলিত টেক্সাস পরিদর্শনে ট্রাম্প: মৃত বেড়ে ১২০, নিখোঁজ ১৬১ থানা হেফাজতে ‘বিষপানে’ নারীর মৃত্যু, তিন পুলিশ বরখাস্ত মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যাকান্ড ; তীব্র  নিন্দা ও প্রতিবাদ আমার বাংলাদেশ (এবি পার্টি)’র। ডেঙ্গুতে সারাদেশে আরও ১ মৃত্যু, হাসপাতালে ৪০৬ খুলনায় চীনা যুবকের বিয়ে: পরিচয় ফেইসবুকে, গুগল ট্রান্সলেটর দিয়ে প্রেম রংপুরে কাজে আসছে না টিকা বহনকারী ফ্রিজার অ্যাম্বুলেন্স পবিত্র আশুরা অবিচারের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠায় সাহস জোগাবে; প্রধান উপদেষ্টা গণপূর্তের ‘মিস্টার,মাসুদ রানার সাম্রাজ্য এবার ৯ ছক্কায় সুরিয়াভানশির বিধ্বংসী ৮৬

ময়মনসিংহে সড়কের পাশে ছাত্রলীগ নেতার লাশ

  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৬ ৩৪ বার শেয়ার হয়েছে

ময়মনসিংহে সড়কের পাশে ছাত্রলীগ নেতার লাশ
তিনি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।মৃত রুহুল আমীন আকাশ।

ময়মনসিংহ প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ অনুসন্ধান।

ময়মনসিংহ নগরে সড়কের পাশ থেকে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের শান্তিনগর এলাকায় সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন।

মৃত রুহুল আমীন আকাশ (৩০) কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বেলুয়াতলী গ্রামের হাফেজ মোহাম্মদ নওয়াব আলী ছেলে। তিনি একই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আকাশ নিজ এলাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে চাকরি থেকে অব্যবহিত দেওয়া হয়।

আকাশের ভগ্নিপতি বোম্বে সুইটস কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিছুর রহমান বলেন, “প্রায় দেড় মাস আগে আকাশ বিয়ে করেন। তার স্ত্রী গাজীপুরে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন।

“রোববার আকাশ আমাদের বাসায় বেড়াতে আসলে অসুস্থ বোধ করেন। সকালে হাসপাতালে যাবে বলে বাসা থেকে বের হন তিনি। পরে হাসপাতাল থেকে জানানো হয় আকাশ মারা গেছেন।”

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আকাশকে সড়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে আকাশকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু; তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, রোববার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন আকাশ। সকালে তিনি শান্তিনগর এলাকায় একা হাঁটতে বের হন।

পরে পথচারীরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি।

ওসি বলেন, “মৃতের শরীরে আঘাতের চিহ্ন নেই। হাঁটতে গিয়ে মাথা ঘুরে সড়কে পড়ে কিছুটা রক্তাক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আকাশ মারা গেছেন বলে জানতে পেরেছি। তবে তার নামে মামলা আছে কিনা এই মুহূর্তে মনে নেই। খোঁজখবর নিচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
বাংলাদেশ অনুসন্ধান মিডিয়া লিমিটেড,কপিরাইট © বাংলাদেশ অনুসন্ধান - সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি