রাজধানীর উত্তরায় বেটারী চালিত রিকশা চুরির প্রভাব অত্যন্ত বেড়েছে
উত্তরা প্রতিনিধি
রাজধানীর উত্তরার বিভিন্ন গ্যারেজ থেকে ব্যাটারি চালিত রিক্সার চুরির প্রভাব বেড়ে গেছে। গত রাত ৩:০০ ঘটিকায় উত্তরা ১৪ নম্বর সেক্টর ২১ নম্বর রোডে ফরহাদের বাবার গ্যারেজ থেকে একটি অটোরিকশা চুরি হয়েছে। অত্র গ্যারেজের রিক্সা চালক রিজু এই রিক্সাটি চুরি করে।
ঘটনা স্থলে প্রত্যক্ষদর্শী মানুষ ও পশ্চিম থানার টহল দায়িত্বরত অফিসারের কাছ থেকে জানা যায় যে, গত রাত তিন ঘটিকায় উক্ত রিজুকে রিক্সা সহ এয়ারপোর্টের পিছনে বাউনিয়া বটতলায় পাওয়া যায়। পুলিশ তাকে ইয়াবা ট্যাবলেট সহ ধরে। রিজু কে জিজ্ঞাসা করলে তার উত্তরে উঠে আসে ট্যাবলেট কেনার জন্য বাউনিয়া বটতলা রিক্সা নিয়ে গেছে। এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন টহল পুলিশ অফিসার।
রিজু একাই রিক্সাটি চুরি করেছে তবে পূর্ব শত্রুতা থাকার কারণে সুমন ও এমদাদ এর সংযুক্ত থাকার ব্যাপারে অভিযোগ পুলিশকে করে। অতঃপর টহল পুলিশ অফিসার রিজুর সঙ্গে সুমন ও এমদাদ সহ তিনজনকে থানায় নিয়ে যায়।
Leave a Reply