হানিফ সংকেতকে অনুকরণ করায় আইনী ব্যবস্থা নেয়ার ঘোষণা
আশরাফ আলী সিদ্দিকী (সহ-সম্পাদক)
বাংলাদেশ অনুসন্ধান ডেক্স রিপোর্ট:
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক হানিফ সংকেত সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠস্বর নকল করে একটি ভুয়া বিজ্ঞাপন প্রচার করার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
২০ মে, মঙ্গলবার, নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, একটি প্রতারক চক্র এআই প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠস্বর ও উপস্থাপনার ভঙ্গি অনুকরণ করে ডায়াবেটিস সংক্রান্ত একটি ভুয়া বিজ্ঞাপন প্রচার করছে। তিনি স্পষ্ট করে বলেন, কণ্ঠ শুনলেই বোঝা যায় এটি আসল নয়, বরং বিদেশি উচ্চারণে নকল কণ্ঠ। তিনি আরও উল্লেখ করেন, অনেক প্রস্তাব পাওয়া সত্ত্বেও তিনি কখনোই কোনো বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করেননি, তাই এ ধরনের বিজ্ঞাপনে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
হানিফ সংকেত কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রযুক্তির উৎকর্ষের এই যুগে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহারের মাত্রা এতটাই বেড়েছে যে, প্রযুক্তিগত প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। তিনি ব্রিটেনের শিল্পী ও সাহিত্যিকদের মতো কপিরাইট আইন হালনাগাদ করার আহ্বান জানান, যাতে এআই প্রযুক্তির অপব্যবহার রোধ করা যায়।
Leave a Reply