ঢাকা প্রতিনিধি
গত ১৬/০৫-২০২৫ ইং রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় নারীর ডাকে ” মৈত্রী যাত্রা” নামক একটি দল বা গোষ্ঠী রাজধানী ঢাকায় বিভিন্ন প্রকার স্লোগান ঢাক ঢোল বাজনা সহ নতুন স্লোগানমুখর শো ডাউন করেছে।
তাদের দাবি নারী ও পুরুষ সম অধিকার, সকল নারী ব্যশ্যা, নারীর প্রতিনিধিত্ব, পিতৃত্বের অধিকার ১০০% নিশ্চিত, সমাজে নারীদের প্রতিনিধিত্ব সহ বিভিন্ন প্রকার ব্যানার ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে অন্বেষণ প্রতিবাদ মূলক দাবি জানায় এবং কি তারা অশ্লীল পোশাক পরিধান করে সড়ক প্রদক্ষিণে অংশ নেয়।
এতে সমাজের বিভিন্ন সুধী মহল তীব্র নিন্দা জানায়। সুধীরা বলেন বাংলাদেশ একটি ইসলামী দেশ। এদেশে বেহায়াপনার কোন ঠাঁই নেই। যারা এসব করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
Leave a Reply