1. admin@dainikbangladeshonusandhan.com : onusandhan :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধার সাবেক ছয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা ট্রাম্পের আক্রমণের মুখেও শান্ত থেকে প্রসংশিত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বাংলাদেশকে কোনো পরাশক্তির ছায়া-যুদ্ধক্ষেত্র করতে দেওয়া যাবে না : ব্যারিস্টার ফুয়াদ। বুড়িমারী স্থলবন্দরসহ বাংলাদেশের বিভিন্ন স্থলবন্দরে পুনরায় আওয়ামী ফ্যাসিবাদ শক্তি সোচ্চারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সংবাদ সম্মেলন  পাটগ্রাম উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি সফিকার রহমান ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল হানিফ সংকেতকে অনুকরণ করায় আইনী ব্যবস্থা নেয়ার ঘোষণা  বেঁচে আছেন ট্রেনে ঝুলে থাকা সেই ব্যক্তি পাটগ্রাম উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত। ইসি পুনঃগঠনের দাবিতে নির্বাচন ভবনের সামনে এনসিপি”র নেতাকর্মী। রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি উপজেলা মুসলিম ব্লক বাজারে আগুন।

ছাত্রদলের চার নেতা হত্যার প্রতিবাদে রূপগঞ্জে উপজেলা ছাত্রদলের প্রতিবাদ সভা/ বিক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪৫ বার শেয়ার হয়েছে
Oplus_16908288

 মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা পাভেল মিয়া, জাহিদুল ইসলাম ও ইমন মিয়া হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে দুই দিনব্যাপী সভা, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ১৭মে শনিবার রূপগঞ্জ উপজেলা ছাত্রদল ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ কর্মসূচি পালন করে।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহব্বায়ক আশরাফুল ইসলাম হৃদয়, কামরুল হাসান, আলমগীর হোসেন নয়ন, কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তন্ময় হাসান, যুগ্ন আহবায়ক দেওয়ান আশিক, সদস্য ইয়াছিন আরাফাত অপু, দেওয়ান জাইদুল, আলিমুল হাসান, তারবো পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান নাজির, জুয়েল মাহমুদ, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক শাওন শাকিল, যুগ্ম আহবায়ক সেলিম নয়ন, জহির আহমেদ, শামীম খান, আলামিন হোসেন প্রিন্স, জোবায়ের সজিব, সদস্য রুহুল আমিন প্রমুখ।

ভুলতা গোলচত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ছাত্রদলের নিহত চার নেতাই ছিলেন মেধাবী। পরিকল্পিত ভাবে তাদের হত্যা করা হয়েছে। আগামী৭২ ঘন্টার মধ্যে তাদের হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় বৃহত্তর ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বেলা ১১ টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধকালে সড়কের উভয় দিকে পাঁচ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। পরে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে তারা দুপুর ১২ টার দিকে অবরোধ তুলে নেয় ।

সভাশেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের গোলাকান্দাইল গোলচত্বর থেকে শুরু হয়ে বলাইখা সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য গত ১৩মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য, গত ২৪ডিসেম্বর কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া ও গত ৫আগষ্ট ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম সন্ত্রাসীদের হামলায় নিহত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
বাংলাদেশ অনুসন্ধান মিডিয়া লিমিটেড,কপিরাইট © বাংলাদেশ অনুসন্ধান - সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি