উত্তরা থেকে নিজস্ব প্রতিনিধি
রাজধানীর উত্তরার ১৪ নং সেক্টর জহুরা মার্কেটে গত ১৫/৫ /২০২৫ইং রাত অনেক ১ঃ৪০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শী সেক্টর কল্যাণ সমিতির গার্ড ও স্থানীয় জনসাধারণ কাছ থেকে শোনা যায় হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলছিল তারা বলছিল ওই সময় মার্কেটের সব কিছু বন্ধ দুই গেট তালা লাগানো মানুষজন ঢোকার কোন চান্স নেই নিশ্চয়ই শর্ট সার্কিট হয়ে বৈদ্যুতিক আগুন।
তৎক্ষণাৎ ট্রিপল নাইনে ফোন দিয়ে ফায়ার সার্ভিস অবগত করালে ফায়ার সার্ভিস এসে আগুন বন্ধ করতে সক্ষম হয়। একটি বড় মুদি দোকান আগুনে পুড়ে যায় তাছাড়া আশপাশের সব দোকানগুলো অক্ষত রয়েছে।
এমতাবস্থায় দোকানের মালিকের কোন ব্যক্তিকে সন্দেহ হয় কিনা উত্তরা পশ্চিম থানার প্রশাসনিক কর্মরত এস আই জিজ্ঞাসাবাদে তিনিও শর্ট সার্কিটের কথা উল্লেখ করেছেন। তারপরও এসআই বলেছেন যে, আগুন ধরার বিষয়টি তদন্তের অনুকূলে রয়েছে।
্্
Leave a Reply