1. admin@dainikbangladeshonusandhan.com : onusandhan :
শনিবার, ২৪ মে ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধার সাবেক ছয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা ট্রাম্পের আক্রমণের মুখেও শান্ত থেকে প্রসংশিত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বাংলাদেশকে কোনো পরাশক্তির ছায়া-যুদ্ধক্ষেত্র করতে দেওয়া যাবে না : ব্যারিস্টার ফুয়াদ। বুড়িমারী স্থলবন্দরসহ বাংলাদেশের বিভিন্ন স্থলবন্দরে পুনরায় আওয়ামী ফ্যাসিবাদ শক্তি সোচ্চারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সংবাদ সম্মেলন  পাটগ্রাম উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি সফিকার রহমান ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল হানিফ সংকেতকে অনুকরণ করায় আইনী ব্যবস্থা নেয়ার ঘোষণা  বেঁচে আছেন ট্রেনে ঝুলে থাকা সেই ব্যক্তি পাটগ্রাম উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত। ইসি পুনঃগঠনের দাবিতে নির্বাচন ভবনের সামনে এনসিপি”র নেতাকর্মী। রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি উপজেলা মুসলিম ব্লক বাজারে আগুন।

বেনাপোল কাস্টমস হাউজে কলম বিরতির দ্বিতীয় দিন, আমদানি-রপ্তানি স্বাভাবিক

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৫১ বার শেয়ার হয়েছে

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :

এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের অন্যান্য স্থানের ন্যায় বেনাপোল কাস্টমস হাউজে পালিত হলো দ্বিতীয় দিনের ‘কলম বিরতি’। বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা চালু ছিল।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কাস্টমস হাউজে কোন কাজ হয়নি। কোন কর্মকর্তা বা কর্মচারীকে দেখা যায়নি। দু‘একজন উপস্থিত থাকলেও তারা কোন কাজ করেননি। কাস্টম হাউসের প্রধান ফটকে কলম বিরতির ব্যানার ঝুলিয়ে দেয়া হয়েছে। বেলা ১টার পর থেকে পুনরায় কাজ করছে কাস্টমসের কর্মকর্তারা। বেলা ৫টা পর্যন্ত টানা কাজ চালু রাখার ঘোষনা দিয়েছে তারা।

তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। কলম বিরতির কারণে নতুন করে কোন পণ্যের আইজিএম ইস্যু করা হয়নি। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি হয়েছে। বেলা ১টার পর থেকে আইজিএম ইস্যু করা হচ্ছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান, কাস্টমসের কলম বিরতির কারণে সকাল ১০টা থেকে হাউজে কোন ফাইলে কাজ হয়নি। তবে ১টার পর কাজ শুরু হয়েছে। টানা ৫টা পর্যন্ত কাজ করবে বলে তারা জানিয়েছেন।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান , এনবিআর ইউনিট কাউন্সিল অধ্যাদেশটি বাতিল চাই। কারণ এনবিআর উপদেষ্টা সংস্কার কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয়নি। ইউনিটের সাথে কমিটির আলোচনা ও অধ্যাদেশ প্রতিফলিত হয়নি। এনবিআরকে ভেঙ্গে জাতীয় রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ এই দুটি ভাগে ভাগ করছেন সরকার। দু‘ভাগে বিভক্ত করার কারণেই বিতর্কের সৃষ্টি হয়েছে। এ কারণেই দেশের অন্যান্য কাস্টমস হাউসের ন্যায় বেনাপোল কাস্টমস হাউসেও কর্মবিরতি পালন করা হয়েছে। দাবী আদায় না পর্যন্ত এই কলমবিরতি চলবে। তিনি বলেন, শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত কলম-বিরতি পালন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
বাংলাদেশ অনুসন্ধান মিডিয়া লিমিটেড,কপিরাইট © বাংলাদেশ অনুসন্ধান - সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি