ব্রাজিল, এক সময় যারা বিশ্ব ফুটবলকে ‘সাম্বা’ দিয়ে মোহিত করে রেখেছিল, সেই দলটি এখন বছরের পর বছর বিশ্বকাপের মঞ্চে ব্যর্থতার গল্প লিখছে। আর সেই হতাশার ছায়া দূর করতে এবার তারা তুলে দিচ্ছে তাদের ভাগ্যের চাবিকাঠি এক ইতালিয়ানের হাতে।
ব্রাজিলের সমস্যাটা কোথায়?
২০০২ সালে ব্রাজিল যখন শেষবার বিশ্বকাপ জেতে, তখন রোনালদো-রিভালদোদের যুগ। এরপর দুই দশক কেটে গেলেও তারা ছুঁতে পারেনি সেই উচ্চতা। ২০১৪ সালে ঘরের মাঠে ৭-১ গোলে জার্মানির কাছে বিধ্বস্ত হওয়া যেন ছিল আত্মবিশ্বাসের শেষ পর্ব। এরপর ২০১৮ সালে বেলজিয়াম, ২০২২ সালে টাইব্রেকারে ক্রোয়েশিয়া রুখে দেয় তাদের স্বপ্ন। সর্বশেষ আর্জেন্টিনার কাছে হারের পর কোচ দরিভাল জুনিয়রকেও বিদায় নিতে হয়।
Leave a Reply