যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী থেকে গুপ্তচর নিয়োগের চেষ্টা, দুই চীনা অভিযুক্ত
চীনা নাগরিক ইউয়ান্সে চেন ওরেগনের বৈধ স্থায়ী বাসিন্দা এবং লিরেন লাই গত এপ্রিলে পর্যটন ভিসায় চীন থেকে যুক্তরাষ্ট্রে যান। শুক্রবার তাদেরকে গ্রেপ্তার করা হয়।
যুক্তরাষ্ট্রের বিচারবিভাগের লোগো। ছবি: রয়টার্স।
নিউজ ডেস্ক, দৈনিক বাংলাদেশ অনুসন্ধান।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কৌসুলিরা দুই চীনা নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং দেশটির সামরিক বাহিনীর সদস্যদেরকে চীনের জন্য গুপ্তচর হিসাবে নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগ এনেছে। অভিযুক্তরা হলেন- ইউয়ান্সে চেন (৩৮) এবং লিরেন ‘রায়ান’ লাই (৩৯)।
তাদের বিরুদ্ধে চীনের সিকিউরিটি সার্ভিসের গুপ্তচর হিসাবে কাজ করা, যুক্তরাষ্ট্রের নৌ-ঘাঁটি সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং নৌ বাহিনীর যে সদস্যরা চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি করতে ইচ্ছুক, তাদেরকে চিহ্ণিত করে নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, চীনা নাগরিক ইউয়ান্সে চেন ওরেগনের হ্যাপি ভ্যালির বৈধ স্থায়ী বাসিন্দা এবং লিরেন ‘রায়ান’ লাই গত এপ্রিলে পর্যটক ভিসায় চীন থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছান। দুইজনকেই গত শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।
দুইজনই চীনের মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) হয়ে কাজ করতেন। গত সোমবার তাদেরকে হিউসটোন এবং ওরেগনে পোর্টল্যান্ড শহরের ফেডারেল আদালতে প্রাথমিকভাবে হাজির করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় বুধবার বলেছে, তারা এই মামলার বিষয়ে বিস্তারিত খুঁটিনাটি জানে না। তবে চীনের নাগরিকদের বৈধ অধিকারের সুরক্ষায় তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ওদিকে, যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল পামেলা বন্ডি এক বিবৃতিতে বলেছেন, “এই মামলা আমাদের দেশের ভেতর থেকেই আমাদের জাতীয় নিরাপত্তা ক্ষুন্ন করা এবং আমাদের সামরিক বাহিনীতে অনুপ্রবেশ করার চীন সরকারের লাগাতার ও আগ্রাসী চেষ্টাকেই সামনে নিয়ে এসেছে।”
Leave a Reply