চট্টগ্রামে বিএসটিআই পেল নতুন ভবন, বাড়ল ‘সক্ষমতা’
এতদিন সেখানে ৯২টি পণ্যের মান পরীক্ষা করা যেত; এখন যাবে ৩১৫টির।
চট্টগ্রামে শনিবার বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম ব্যুরো, দৈনিক বাংলাদেশ অনুসন্ধান।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের নতুন ১০ তলা ভবন উদ্বোধন করা হয়েছে, যেখানে আগের চেয়ে ২২৩টি বেশি পণ্যের মান যাচাই করা যাবে।
শনিবার দুপুরে কার্যালয়টি উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত ফয়সাল আহমেদ শান্তর মা মোছা. কহিনুর আক্তার।
নগরীর আগ্রাবাদে জাম্বুরি মাঠের পাশে এ ভবন নির্মাণে খরচ হয়েছে প্রায় ৮ কোটি টাকা।
বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় বলছে, তাদের পূর্ণাঙ্গ পরীক্ষাগার ছিল না। এতদিন সেখানে ৯২টি পণ্য পরীক্ষা করা যেত।
এখন থেকে শিল্প, বৈদ্যুতিক, খাদ্য ও কৃষিপণ্যসহ ৩১৫টি পণ্যের মান পরীক্ষা করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “একটি বন্দরনগরী হিসেবে চট্টগ্রামের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে আন্তর্জাতিক মানের অবকাঠামো ও সেবা প্রয়োজন। এ প্রেক্ষাপটে চট্টগ্রামে বিএসটিআইয়ের ১০ তলা আধুনিক ল্যাবরেটরি সমৃদ্ধ ভবন নির্মাণ করাটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
“এটা চট্টগ্রামের শিল্প ও বাণিজ্যকে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি ভোক্তার অধিকার রক্ষা করবে বলে আমরা মনে করি।”
উপদেষ্টা বলেন, “এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার কার হবে, যেন চট্টগ্রামের ব্যবসায়ীদের আর ঢাকার দিকে তাকিয়ে থাকতে না হয়। তারা যেন এখান থেকে সেবা পান।
“এটা শুধু একটি অফিস ভবনই হবে না, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শিল্প ও বাণিজ্যকে বিশ্বমানের করে গড়ে তুলতে সাহায্য করবে। আমদানি-রপ্তানি গতি পাবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও গণপূর্ত বিভাগ চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহজালাল মজুমদার।
Leave a Reply