বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ও মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে ‘চিঙ্গারি’ সিনেমায় অভিনয় করেন। এটি ২০০৬ সালে মুক্তি পেয়েছিল।
ওই সময় কখনও মিঠুন ও সুস্মিতার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছিল। কখনও আবার ক্ষুব্ধ নায়িকা সিনেমার প্রচারে আসতেই রাজি হননি।
তবে শোনা যায়, একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের পর মিঠুনের ওপর অনেকটাই রেগে গিয়েছিলেন সুস্মিতা। ১৯ বছর পরেও সেই বিতর্ক নিয়ে দর্শকমনে আগ্রহের শেষ নেই।
কী ঘটেছিল ‘চিঙ্গারি’ সিনেমার শুটিং সেটে? সমাজিকমাধ্যমেরৎ ঘাঁটলে দেখা যাবে, চারিদিকে ছড়িয়ে সুস্মিতা এবং মিঠুনের সেই ঘনিষ্ঠ মুহূর্তের কয়েক সেকেন্ডের ভিডিওর অংশ। শোনা যায়, সেই দৃশ্যে অভিনয়ের পরই মেজাজ হারিয়ে সেট ছেড়ে বেরিয়ে যান সুস্মিতা! যদিও অনেকেই বলেন, এসব শুধুই গুঞ্জন।
Leave a Reply