রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানান স্থানীয়রা।
আগুনের খবর পেয়ে স্থানীয় লোকজন, বিজিবি ও পুলিশের সহায়তায় প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে মুদি দোকান, কাপড়, ওষুধ ও চায়ের দোকানসহ ৩০টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
অত্র উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।
Leave a Reply