বাংলাদেশ অন্তবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডঃ মুহাম্মদ ইউনুস চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্গত জোবড়া গ্রামে নিজ বাড়িতে গেলেন। ওখানে গিয়ে তিনি শৈশবে এক মহা স্মৃতির স্মরণে আপ্লুত। গ্রামের আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশী সহ সকলের খোঁজখবর এবং সৌজন্য সাক্ষাৎ করলেন।
পারিবারিক কবরস্থানে মা বাবা,দাদা দাদী, আত্মীয়-স্বজনের জিয়ারত শেষে দোয়া খায়ের করেন।
সবার সঙ্গে কথা বলতে বলতে তিনি একসময় আবেগে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি ছিলেন মানবদরদী, এলাকার মধ্যেমনি। গ্রামের খেটে খাওয়া মজুর-কুলি সকল স্তরের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন। আজ সেই মানুষটি বিশ্বের নোবেল বিজয়ী এবং বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্ট।
পরিশেষে তিনি সবার সঙ্গে কুশল বিনিময় শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন।
Leave a Reply