ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল
“হাসিনা চলে গেলেও মিডিয়াগুলো কোল পরিবর্তন করে অন্য একটি রাজনৈতিক দলের কোলে স্থান করে নিয়েছে,” বলেন রিফাত রশিদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ অনুসন্ধান ।
ঢাকায় ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিলটি বের হয়; শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, “অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশ ব্যবস্থা ও জননিরাপত্তা দেখে মনে হয়, এটি শেখ হাসিনার আমলের পুলিশ।
“উপদেষ্টা আসিফ মাহমুদ ফেইসবুকে পোস্ট দেন, দেশকে পোস্তর যুগে নিয়ে যাওয়া হচ্ছে। তার কাছ থেকে এমন পোস্ট আমাদের ব্যথিত করে।”
তিনি বলেন, “যুবদল নেতা ব্যবসায়ীকে হত্যা করেছে দুই দিন আগে। কিন্তু প্রকাশিত হয়েছে গতকাল। মূলধারার সংবাদমাধ্যমে এই ভিডিও ছিল। কিন্তু তারা ভিডিও প্রকাশ করেনি।
“আমরা দেখেছি শেখ হাসিনা মিডিয়াগুলোকে কীভাবে কব্জা করে রেখেছিল। কিন্তু এখন হাসিনা চলে গেলেও মিডিয়াগুলো কোল পরিবর্তন করে অন্য একটি রাজনৈতিক দলের কোলে স্থান করে নিয়েছে।”
তিনি বলেন, “গণমাধ্যম যেন স্বাধীনভাবে চলতে পারে, সেই দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টা মাহফুজ আলমের। তিনি ছাত্রদের মেন্ডেড নিয়ে ক্ষমতায় বসেছেন।তাই তাকে বলব, গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করার দায় দায়িত্ব আপনার। আপনারা এ দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।”
স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, “আগের স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটি আওয়ামী লীগের পক্ষে বক্তব্যের জন্য দায়িত্ব থেকে সরানো হয়েছে। তাই আপনিও সাবধান হন।
“ফেইসবুকে ঢুকলে আপনার বিভিন্ন মানবিক কাজের ভিডিও দেখা যায় কিন্তু আপনার যে প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেটির ক্ষেত্রে আপনি সাড়ে বত্রিশ পেয়ে ফেল করেছেন।”
Leave a Reply