চলতি মাসের শেষদিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করার কথা ছিল বাংলাদেশের। তবে ভারতের সঙ্গে দেশটির চলমান সংঘাতের কারণে সিরিজটি অনিশ্চিত হয়ে যায়।
আগের সূচি অনুযায়ী ২৫ মে শুরু হওয়ার কথা ছিল সিরিজটি। নতুন সূচি অনুসারে, সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৭ মে। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৯ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই হবে ফয়সালাবাদে। আগামী ৩ ও ৫ জুন সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ হবে লাহোরে।
Leave a Reply