৫১ বলের সেঞ্চুরিতে স্মৃতি মান্ধানার অনন্য কীর্তির জয় নিশান
এমন এক নজির গড়লেন এই তারকা, নারী ক্রিকেটে ভারতের আর কেউ যা কখনও পারেনননি।
স্পোর্টস ডেস্ক, দৈনিক বাংলাদেশ অনুসন্ধান।
প্রথম বলেই চোখধাঁধানো শটে মিড-অফ দিয়ে চার। সেই পথ ধরে দারুণ সব শটের পসরা মেলে ঝড়ো সেঞ্চুরি উপহার দিলেন স্মৃতি মান্ধানা। এই তারকা ওপেনারের নাম উঠে গেল নারী ক্রিকেট ইতিহাসের এমন এক পাতায়, যেখানে তিনিই ভারতের প্রথম।
ট্রেন্ট ব্রিজে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫১ বলে সেঞ্চুরি ছুঁয়ে ৬২ বলে ১১২ রানের চমৎকার ইনিংস খেলেন মান্ধানা। এই সংস্করণে তার প্রথম শতকের ইনিংসটি গড়া ১৫ চার ও ৩ ছক্কায়।
ভারতের প্রথম ও বিশ্বের পঞ্চম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি গড়লেন ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।
টেস্ট ক্রিকেটে মান্ধানার সেঞ্চুরি আছে ২টি, ওয়ানডেতে ১১টি।
তার আগে ইংল্যান্ডের হিদার নাইট ও ট্যামি বাউমন্ট, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং অস্ট্রেলিয়ার বেথ মুনি তিন সংস্করণেই সেঞ্চুরি করেছেন।
ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন মান্ধানার। তিনি ছাড়িয়ে গেছেন ২০১৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে হারমানপ্রিত কৌরের ১০৩ রান। এই দুজন ছাড়া শতকের স্বাদ পাননি দলটির আর কোনো ক্রিকেটার।
দুজনই তাদের সেঞ্চুরির ইনিংসে ছিলেন দলের অধিনায়ক। হারমানপ্রিতের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন মান্ধানা।
২১০ রানের পুঁজি গড়ে ইংল্যান্ডকে স্রেফ ১১৩ রানে গুটিয়ে দিয়েছে সফরকারীরা। ৯৭ রানের বিশাল জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে তারা।
এই সংস্করণে রানের হিসাবে ইংল্যান্ডের সবচেয়ে বড় পরাজয় এটি। ২০১৯ সালে চেমসফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৩ রানে হেরেছিল তারা।