জনি ডেপের সঙ্গে বিচ্ছেদের পর বিরহেই দিন কাটাচ্ছিলেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে সেই বিষাদকে আনন্দে রূপ দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে হলিউডের এই অভিনেত্রী।
‘অ্যাকুয়াম্যান’ খ্যাত জনপ্রিয় এই অভিনেত্রী একসঙ্গে দুই নবজাতকের মা হয়েছেন। মা দিবসের পোস্ট করা দুটি ছোট্ট পায়ের ছবি যেন জানিয়ে দিল, তার জীবনে এসেছে এক পুত্র এবং এক কন্যা।
ছবিগুলোর সঙ্গে দীর্ঘ পোস্টে নিজের অনুভূতির কথা জানালেও কোথাও তার যমজ সন্তানদের বাবার নাম প্রকাশ করেননি অভিনেত্রী। তাই এ নিয়ে ভক্তদের কৌতুহল যেন আরো বেড়ে গেছে বহুগুন।