লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে পিকআপ ভ্যানের চাপায় মেরাজ (১৯) নামে এক মোটরসাইকেলচালক ও তার বন্ধু অনিক (২০) নিহত হয়েছে। শুক্রবার (২০ জুন) উপজেলার বাউরা বাজারের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এ সময় মেরাজের সাথে থাকা অনিক নামে আরেক বন্ধু গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। তারা দুই বন্ধু জুমার নামাজ পড়তে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেরাজ ও অনিক পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকার বাসিন্দা। তারা উভয়ই লালমনিরহাট সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, মেরাজ ও অনিক দুই বন্ধু একসাথে বড়খাতা বড় মসজিদে (ভাঙ্গা মসজিদ) জুমার নামাজ আদায়ের জন্য মোটরসাইকেলে যাচ্ছিল। এ সময় লালমনিরহাট বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের বাউরা বাজারের রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় মেরাজের। গুরুতর আহত অনিকের রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
পাটগ্রাম মডেল মসজিদের খতিব মাওলানা আনিসুল ইসলাম বলেন, মেরাজ ও অনিক দুজনই অত্যন্ত ভদ্র, নম্র ও অমায়িক ছেলে।
এদিকে তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানা ও ছাত্রশিবিরের পাটগ্রাম উপজেলা সভাপতি আলমগীর খোরশেদ।