কাজের বাইরে সময় পেলে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও তার স্বামী সনি পোদ্দার একত্রে ঘুরে বেড়ান দেশ-বিদেশ। স্বামীকে নিয়ে নানা সময়ই উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
দুজনের দুটি একত্রে থাকা ছবি দিয়েছেন। এরপর জুড়ে দিয়েছেন এই ক্যাপশন। স্বাভাবিকভাবেই বোঝা যায় দুজনের দাম্পত্য জীবন খুবই চমৎকার কাটছে। নেটিজেনরাও দুজনের আনন্দময় মুহূর্তকে উপভোগ করছেন।
একজন লিখেছেন, ‘আপু এবং ভাইয়া খুব চমৎকার সবার জন্য দাওয়াত রইল। ’ আরেকজন লিখেছেন, ‘অনেক সুন্দর মুহূর্ত!’ অজস্রজন জানিয়েছেন শুভেচ্ছা ও শুভ কামনা।