প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৮:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৫, ৬:১৪ পি.এম
১৬৬ কোটি টাকা ব্যয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৬ প্রস্তাব অনুমোদন
পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের পাঁচটি প্যাকেজের আওতায় পূর্ত কাজের ছয়টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ১৬৫ কোটি ৯৩ লাখ ১৮ হাজার ৬৫৩ টাকা।
মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে নতুন ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ অনুসন্ধান. All rights reserved.