প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৪:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৫, ২:৩২ পি.এম
পাটগ্রামে আবারও পুশইন করা চেষ্টা, স্থানীয়দের বাঁধায় পিছু হটলো বিএসএফ

পাটগ্রামে আবারও পুশইন করা চেষ্টা, স্থানীয়দের বাঁধায় পিছু হটলো বিএসএফ
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর জীবনাল সীমান্তে আবারও ভারতীয় নাগরিককে পুশইন করার চেষ্টা করে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে স্হানীয়দের বাঁধায় পিছু হটে বিএসএফ।
সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১২ টার দিকে ৮১৮ নং পিলারের পাশ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করার চেষ্টা করলে স্থানীয়দের চেষ্টায় তা ব্যর্থ হয়।
স্থানীয় লোকজন জানায়, সীমান্তে দুপুরের দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা গেট দিয়ে ১ জন ব্যক্তিকে টেনে হিঁচড়ে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করার চেষ্টা করলে স্হানীয় জনগণ বিষয়টি টের পেয়ে বিএসএফকে বাধা দিলে ধস্তাধস্তি হয়।পরবর্তীতে স্হানীয় লোকজন সংখ্যায় বেশি দেখে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী পিছু হটলে ঐ নাগরিককে নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়।
সীমান্তের তুহিন নামে এক কৃষক বলেন, রহমানপুর সীমান্তের পাশে জমিতে কাজ করার সময় তিনি দেখেন ভারতীয় বিএসএফ এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের জীবনাল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেন যা আমরা টের পেলে বাঁধা দেই, পরে স্হানীয় লোকজন লাঠিসোটা নিয়ে আসলে বিএসএফ গালিগালাজ করে চলে ৮১৮-৮১৯ নং পিলারের মাঝে ভারতের অভ্যন্তরে ঐ ব্যক্তিকে রেখে চলে যায়।
সংশ্লিষ্ট সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানায়, রহমানপুর জীবনাল সীমান্ত দিয়ে পুশ-ইন করার চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কিন্তু তা স্হানীয়দের প্রচেষ্টায় প্রতিহত করা হয়, বাংলাদেশ (বিজিবি) এর কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ অনুসন্ধান. All rights reserved.