যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত, আহত ২
যশোর জেলা প্রতিনিধি
আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত, আহত ২
যশোর-ঝিনাইদহ সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত ও দুই জন আহত হয়েছেন।
শনিবার সকাল ৬টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান।
নিহত ফজলুল হক (৪০) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ক্ষুদ্র রয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি খুলনা মেট্রিপলিটন পুলিশের আটরা ফাঁড়ির কনস্টেবল পদে ছিলেন।
আহতরা হচ্ছেন- কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের মামুন (৩২) ও রিয়াল (২৮)। তারা সম্পর্কে ভগ্নিপতি ও শ্যালক।
পরিদর্শক কাজী বাবুল হাসান বলেন, শনিবার সকাল ৬টার দিকে ছাতিয়ানতলায় পুলিশ কনস্টেবল ফজলুল হকের মোটরসাইকেলের সঙ্গে মামুন-রিয়ালের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তিনজনই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পুলিশ সদস্য ফজলুল হকের মৃত্যু হয়।
এছাড়া আহত অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।