জ্যেষ্ঠ প্রতিনিধি ঢাকা
গত ২২ মে ২০২৫ রোজ বৃহস্পতিবার বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের অবস্থানকালে এক ভয়াবহ অবস্থার কালক্ষেপন ঘটে।
সেনাপ্রধান ওয়ার্কারুজ্জামানের এক বক্তব্যে সারাদেশে স্থিতিশীল অবস্থান রূপ নেয়। এদিকের বিএনপির কোণঠাসা শ্বাশুদ্ধকর দেশের অরাজকতার পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস বিপাকে পড়ে। এতে যমুনা থেকে পুরা উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এমতাবস্থায় গত বৃহস্পতিবার টানা ও উপদেষ্পটা পরিষদের ৪ ঘন্টা বৈঠকে সহযোগী উপদেষ্টাদের বলেন আপনি পদত্যাগ করলে আমরাও করব। আর আপনি অবস্থান করেন আপনার যত সহযোগিতা লাগে আমরা করব ইনশাআল্লাহ। এনসিবির প্রধান নেতা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধান উপদেষ্টা কে পদত্যাগ না করার জন্য বিশেষ অনুরোধ করেন।
এ সকল টানাপোড়া শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটলে বিএনপি এবং সেনাপ্রধান একপ্রকার ছাত্র ভঙ্গের অবস্থানে বলে মন্তব্য করেছেন দেশের বিভিন্ন বুদ্ধিজীবী ও রাজনৈতিক মহল। দেশের সাধারণ জনগণ ঢাকার অচল অবস্থা দেখে ফুসে ওঠার কথাও বিভিন্ন মহল থেকে উঠে আসে।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের অভ্যুত্থান এনেছি ইনশাল্লাহ সংস্কার ও করব। এতে কোন ভারতপন্থী দালালেরা স্থান পাবে না। আব্দুল্লাহ হাসনাদব করা হুশিয়ার দিয়ে বলেন, বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা যতই শক্ত ভুমিকা অবস্থান করুক না কেন তা গুড়িয়ে দিতে আমাদের এক ঘন্টা সময় লাগবে। এনসিপির আরেক নেতা বক্তব্য রাখেন যে, আওয়ামী লীগকে এ দেশ থেকে বিতাড়িত করতে ১৫ ঘন্টা লেগেছে কিন্তু বিএনপিকে বিতাড়িত করতে ১৫ সেকেন্ড সময় লাগবে না।
পরিশেষে এই প্রতিীয়মান হয় যে, দেশে বর্তমান প্রধান উপদেষ্টা টেকসই এবং অন্য অন্যরা মুখ থুবড়ে বলে মন্তব্য করছেন বিশিষ্ট মহলেরা।