পাটগ্রাম উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত।
লালমনিরহাট প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছর পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) উপজেলার আবু সাইদ অডিটোরিয়ামে বেলা সাড়ে ১২টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শুরু হয়।
পাটগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধানের সভাপতিত্বে সম্মেলনের প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান সনেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক একরামুল হক,উপজেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম,লালমনিরহাট জেলা বিএনপি উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান,পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, লালমনিরহাট জেলা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মমিনুল হক,জেলা বিএনপি সহ সভাপতি রোকন উদ্দিন বাবু, জেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিকসহ প্রমুখ