সম্পাদকীয় - ৪
শিরোনাম: “মৌনতার প্রতিবিপ্লব: যেখানে নীরবতাই অপরাধ”
একটা সময় ছিল, মানুষ ভয়ে চুপ থাকত। তারপর এল আরেক সময়—মানুষ স্বার্থে চুপ থাকে। এখন এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে নীরবতা আর ব্যক্তিগত পছন্দ নয়, এটা যেন রাষ্ট্রীয় অপরাধে অংশগ্রহণের আরেক রূপ। কারণ, যখন চারপাশে অন্যায়, দুর্নীতি, বিচারহীনতা আর শাসনযন্ত্রের অমানবিক রূপ বারবার চোখে পড়ে, তখন মুখে কুলুপ আঁটা মানেই অপরাধের স্বপক্ষে দাঁড়িয়ে যাওয়া।
আমরা প্রতিনিয়ত প্রশ্ন করি—“সবাই চুপ কেন?” অথচ উত্তরটা হয়তো এই যে, বহুদিন ধরে এই সমাজে প্রতিবাদীরা অপমানিত হয়েছে, ভীত হয়েছে, নির্মূল হয়েছে। কিন্তু সময় এসেছে এই নিষ্ক্রিয়তার সংস্কৃতি ভাঙার। আমাদের দরকার এমন এক নৈতিক বিপ্লব, যেখানে সাহসিকতা হবে নতুন মূল্যবোধ, এবং প্রশ্ন তোলাই হবে নতুন দেশপ্রেম।
‘দৈনিক বাংলাদেশ অনুসন্ধান’-এর অবস্থান একদম স্পষ্ট—আমরা সত্যের পক্ষে, জনতার পক্ষে। আর সেই সত্য যদি কারো সুবিধা নষ্ট করে, তবে সেই অসুবিধাই হোক দেশের ভবিষ্যতের সম্ভাবনা।
এই সম্পাদকীয় এক আহ্বান—তোমার নীরবতাকে ভাষা দাও। অন্যায়ের বিরুদ্ধে যে কণ্ঠ উঠবে, সেই কণ্ঠেই জন্ম নেবে আগামী দিনের সৎ রাষ্ট্র, মানবিক সমাজ। নীরব থেকে আর চলবে না। মৌনতাই এখন সবচেয়ে বড়ো প্রতিবিপ্লব। তুমি কি প্রস্তুত?