গোপালগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশের এককালীন সংখ্যাগরিষ্ঠ দল এবং তিন তিনবারের সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করল অন্তবর্তী কালীন সরকার। তারই প্রতিবাদে সারাদেশে আওয়ামী লীগ সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে প্রতিবাদের উদ্যোগ। এরই ফলশ্রুতিতে আজ গোপালগঞ্জে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ সমর্থকরা প্রধান সড়কে মোটরসাইকেল মোহড়া এবং বিভিন্ন স্লোগান মিছিলে প্রতিবাদী শোডাইন করেছে।
গোপালগঞ্জে আওয়ামী লীগের এরকম শোডাউন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও বাংলাদেশের সাধারণ জনগণ এর বিরুদ্ধে বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সমালোচনা করেছে।
সাবেক বিচারপতি আব্দুল হামিদ দেশ থেকে পালানোর ইসুতেই বৈষম্য বিরোধী ছাত্র ও এনসিপির সহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এ বিষয় নিয়ে তোলপার সৃষ্টি হয়। প্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার উপর দায়ভার ছুঁড়ে দেয়। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জোরালো প্রতিবাদী অন্বেষণ করে।
তারই ফলশ্রুতিতে গত ১২ই মে ২০২৫ ইং তারিখে আওয়ামীলীগের সকল কার্যক্রম বন্ধ এবং নিষিদ্ধ ঘোষণা করেন সম্মানিত প্রধান উপদেষ্টা।
পরপরই আওয়ামী লীগের দেশ ও বিদেশের সকল নেতাকর্মী সমর্থকদের মধ্যে উৎকণ্ঠ ও ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে তারা বিভিন্নভাবে ফুঁসে ওঠার চেষ্টা করে। আজকে গোপালগঞ্জে প্রধান সড়কে মোটরসাইকেল শোডাউন এর প্রতিবাদী স্লোগানের মাধ্যমে প্রতিবাদ করেন।
গোপালগঞ্জের এই মোটরসাইকেল শোডাউন- বিভিন্ন রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের এখন আলোচনা সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।