ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই ইতিহাস গড়ল আল-নাসর। সৌদি প্রো লিগে সোমবার রাতে ১৭তম স্থানে থাকা আল-আখদুদের বিপক্ষে ৯-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে তারা—যা ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বড় জয়।
রোনালদোকে ছাড়াই ধ্বংসাত্মক আল-নাসর
রোনালদোকে বিশ্রামে রেখে স্কোয়াড থেকে বাদ দিয়েছিলেন কোচ স্টেফানো পিওলি। তবে তার অভাব মোটেও টের পাওয়া যায়নি, বরং রোনালদোর অনুপস্থিতিতেই আরও প্রাণবন্ত ফুটবল উপহার দেয় আল-নাসর। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে তারা। প্রথম ১৫ মিনিটে গোল না পেলেও ১৬তম মিনিটে আইমান ইয়াহিয়ার গোলে খেলা খুলে যায়।