পুরান ঢাকার চকবাজারে ছুরিঘাতে শিক্ষার্থীর মৃত্যু
মোর্শেদ আলম তানিম নামে এ শিক্ষাপুরান ঢাকায় ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যুর্থী এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।
চকবাজার প্রতিনিধি ঢাকা,দৈনিক বাংলাদেশ অনুসন্ধান।
পুরান ঢাকার আরমানিটোলায় ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা গেছেন।
নিহত মোর্শেদ আলম তানিম (১৮) এবছর আরমানিটোলার আহমেদ বাওয়ানী একাডেমি থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, সোমবার রাতে চকবাজার থানাধীন মাক্কু শাহ মাজার এলাকায় রাস্তায় চলতে চলতে মোবাইল ফোনে কথা বলছিলেন তামিম। এ সময় পেছন থেকে কে বা কারা তার মোবাইল টানাটানি করতে থাকে।
তানিম তাদের হাত থেকে ছুটে এগিয়ে গেলে হামলাকারীরা তার পেছন থেকে কোমরে ছুরিকাঘাত করে মোবাইল না নিয়েই পালিয়ে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তার বন্ধুরা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে তানিম বাসায় চলে যায়। তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টা ২০ মিনিটে মৃত্যু হয় তার।
হাসপাতালে তানিমের বাবা ফিরোজ আলম সাংবাদিকদের বলেন, সোমবার রাতে মাক্কু শাহ মাজার এলাকায় বন্ধুদের সাথে ঘোরাফেরা করে বাসায় ফিরছিল তানিম। তার বন্ধুরা কিছুটা এগিয়ে যায়, তানিম কিছুটা পিছিয়ে ছিল। এ সময় পেছন থেকে আক্রান্ত হন তার ছেলে।
ফিরোজ আলম মসলার ব্যবসা করেন, পরিবার নিয়ে থাকেন আরমানিটোলা ৭ নম্বর নূর বক্স লেনে। দুই ভাই এক বোনের মধ্যে তানিম ছিলেন বড়।