মাতা পিতা ধরিয়ে দিল মাদক সেবন ও বিক্রেতা পুত্রকে
পাটগ্রাম থেকে মোঃ খলিলুর রহমান,
সিনিয়র স্টাফ রিপোর্টার
লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার অসহায় পিতা ও মাতা ধরিয়ে দিল মাদক সেবন ও বিক্রেতা মাইক্রো চালক তার পুত্রকে।
উক্ত ছেলেটি দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসা ও সেবন করে আসছে, সব সময় বাড়িতে ঝগড়া-বিবাদ মারামারি সহ বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র দিয়ে মা বাবা স্ত্রী পুত্র সন্তানকে মাদক সেবন করে অত্যাচার করে আসছে। এমতবস্থায় তার মা বাবা অতিষ্ঠ হয়ে স্থানীয় থানায় জানিয়ে ছেলেকে ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানায়, ছেলেটি মাদক সেবন করে উন্মাদ অবস্থায় তার পরিবারে প্রতিনিয়ত মারামারি সহ বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি করে। এতে এলাকাবাসীর সহ তার পরিবারের সবাই অতিষ্ঠ হয়ে আইন হেফাজতে থাকে সোপর্দ করে দেয়। ভ্রাম্যমান আদালত ৫০০ টাকা জরিমানা সহ ছয় মাসের জেল প্রধান করেন।
এতে পটগ্রাম থানায় বেশ চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয় এবং সমাজের বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা সমালোচনার গুঞ্জন ঘটে।